বুধবার (২০ মার্চ) রাতে রাজধানী মোহাম্মদপুরের জাপান গার্ডেনের টোকিও স্কয়ার কনভেনশন সেন্টরের ক্যামেলিয়া হলে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়।
পুতুল-ইসলাম নূরুলের বিয়েতে দুই পরিবারের লোকজনের পাশাপাশি উপস্থিত ছিলেন মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পারিবারিকভাবেই পুতুল-নুরুল বিয়ের কাজটি সারলেন। দীর্ঘ ৮ মাস আগে থেকেই দুই পরিবারের মধ্যে তাদের বিয়ে নিয়ে কথাবার্তা হয়ে আসছিলো। এরপর গত ১৫ মার্চ তাদের বাগদান হয়।
দেখা না হলেও ৮ মাস ফোনে কথা বলেছেন পুতুল-নূরুল। আর সেটি করেছেন তারা নিজেদের জানা-শোনার জন্য। আর সেটি ইতিবাচক হওয়াই দুইয়ে এক হওয়ার সিদ্ধান্ত নেন তারা।
ইসলাম নুরুল কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি সেখানে ‘ওয়েডিং ফটোগ্রাফি এজেন্সি’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
ক্লোজআপ ওয়ান ২০০৬ প্রতিযোগিতার মাধ্যমে শিল্পী স্বীকৃতি পান পুতুল। এরপর থেকে পাঁচটি একক অ্যালবামের পাশাপাশি বেশকিছু একক গান প্রকাশ করেছেন তিনি। যুক্ত আছেন লেখালেখির সঙ্গেও। কবিতা ও উপন্যাস মিলিয়ে এখনো পর্যন্ত তার চারটি গ্রন্থ প্রকাশ পেয়েছে।
বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
ওএফবি/আরআইএস/