চলতি বছর জুন মাসে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের মনোরম সব লোকেশনের পাশাপাশি ‘ড্রিম গার্ল’র দৃশ্যায়ন হবে থাইল্যান্ডেও।
এ প্রসঙ্গে পরিচালক এম. এন. ইস্পাহানী বাংলানিউজকে বলেন, ‘সিনেমার গল্পের কাজ প্রায় শেষের দিকে। নায়ক-নায়িকা চূড়ান্ত করেছি এখন অন্যান্য শিল্পী নির্বাচনে ব্যস্ত সময় পার করছি। আশা করছি সব গুছিয়ে আগামী জুনে ‘ড্রিম গার্ল’র ক্যামেরা চালু করতে পারবো। ’
এদিকে রোববার (২৪ মার্চ) রাতে বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, পরিচালক মনতাজুর রহমান আকবর, সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টু’সহ অনেকে। অতিথিরা সিনেমাটির সাফল্য কামনা করে বক্তব্য দেন।
ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত সর্বশেষ সিনেমা ‘নায়ক’ মুক্তি পেয়েছে ২০১৮ সালে। এই সিনেমার মধ্য দিয়ে অধরা খানের বড় পর্দায় অভিষেক ঘটে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
জেআইএম