এই নাটকের গল্প আবর্তিত হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নাহার নামের এক সংগ্রামী নারীকে ঘিরে।
সংসার জীবনের স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন নাহার।
এদিকে নাহারের বাবা নাম লেখায় রাজাকারের খাতায়। সারা গ্রামের মানুষ পাকিস্তানী সেনা কর্তৃক নির্যাতিত, সেই নির্যাতনে পাকিস্তানীদের হয়ে কাজ করে নাহারের বাবা। নিজের ঘরেই শুরু হয় বিবাদ। শেষ পর্যন্ত নাহারও রক্ষা পান না পাকিস্তানী সেনাদের নির্যাতনের হাত থেকে। দেশের জন্য জীবন বিসর্জন দিয়ে শহীদ হন নাহার।
‘কারো দানে পাওয়া নয়’ নাটকের নাহার চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- মাজনুন মিজান, আমিনুল হক, জিয়াউল হাসান কিসলু, শ্যামল জাকারিয়া, মাহবুবা পারভীন, সোহান খান, জয়রাজ, আসানুল হক হেলাল প্রমুখ।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে নাটক ‘কারো দানে পাওয়অ নয়’।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
ওএফবি