ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘কারো দানে পাওয়া নয়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘কারো দানে পাওয়া নয়’ ‘কারো দানে পাওয়া নয়’ নাটকের একটি দৃশ্য

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কারো দানে পাওয়া নয়’। হারুন রশীদের রচনায় নাটকটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।

এই নাটকের গল্প আবর্তিত হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নাহার নামের এক সংগ্রামী নারীকে ঘিরে।  

সংসার জীবনের স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন নাহার।

দেশ তখন উত্তাল স্বাধীনতার সংগ্রামে। বিয়ের রাতেই নাহারের স্বামী চলে যান মুক্তিযুদ্ধে। সেই থেকে নাহারের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। নিজে লক্ষ্য ঠিক করেন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার। অতঃপর লুকিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে শুরু করেন নাহার।

‘কারো দানে পাওয়া নয়’ নাটকের একটি দৃশ্যএদিকে নাহারের বাবা নাম লেখায় রাজাকারের খাতায়। সারা গ্রামের মানুষ পাকিস্তানী সেনা কর্তৃক নির্যাতিত, সেই নির্যাতনে পাকিস্তানীদের হয়ে কাজ করে নাহারের বাবা। নিজের ঘরেই শুরু হয় বিবাদ। শেষ পর্যন্ত নাহারও রক্ষা পান না পাকিস্তানী সেনাদের নির্যাতনের হাত থেকে। দেশের জন্য জীবন বিসর্জন দিয়ে শহীদ হন নাহার।

‘কারো দানে পাওয়া নয়’ নাটকের নাহার চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি। অন্যান্য চরিত্রে অভিনয়  করেছেন- মাজনুন মিজান, আমিনুল হক, জিয়াউল হাসান কিসলু, শ্যামল জাকারিয়া, মাহবুবা পারভীন, সোহান খান, জয়রাজ, আসানুল হক হেলাল প্রমুখ।

‘কারো দানে পাওয়া নয়’ নাটকের একটি দৃশ্য

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে নাটক ‘কারো দানে পাওয়অ নয়’।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।