মহান স্বাধীনতা দিবসে উপলক্ষে ছয়টি দেশের গান নিয়ে ঘুড্ডির নতুন অ্যালবাম প্রকাশ পেয়েছে ডিজিটাল মাধ্যমে। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানগুলো শোনা যাচ্ছে।
‘মানচিত্র’ প্রকাশ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) রাতে রাজধানীর একটি রেস্তোরায় প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার।
অ্যালবামের গানগুলো হলো-‘শহর কথন’, ‘বীরশ্রেষ্ঠ’, ‘বর্ণ’, ‘মানচিত্র’, ‘তুমি’ এবং ‘সরণী ৭১’। গানগুলো লিখেছেন নীল মাহবুব। এছাড়াও অ্যালবামে একাত্তরের চিঠি থেকে পাঠ রয়েছে।
ঘুড্ডি ব্যান্ডদলের সদস্যরা হলেন-সুমন(গিটার), অদিত(কীবোর্ড), ফায়সাল(ভোকাল), অনিক(ড্রামস), মামুন(গিটার), জয়(গিটার) এবং আসিফ(আবৃত্তি)।
**'মানচিত্র' অ্যালবাম
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
জেআইএম