অজয় আদালতে অভিযোগ করেছেন, ‘দেশি ম্যাজিক’ নামের একটি সিনেমা নির্মাণের কথা বলে আমিশা ও তার পার্টনার কুনাল গুমের অজয়ের কাছ থেকে আড়াই কোটি রুপি নিয়েছেন। সুদসহ ওই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তারা।
তিনি আরও জানান, মেহুল আঠারের পরিচালনায় সিনেমাটিতে জায়েদ খান, রাবি কৃষ্ণা, সাহিল শ্রফ ও রানধীর কাপুরের অভিনয় করার কথা ছিল। ২০১৩ সালে সিনেমাটি ঘোষণা এলেও এখন পর্যন্ত এটি আলোর মুখ দেখেনি।
বিষয়টি পুলিশ তদন্ত করছে। এই নিয়ে এখনো আমিশা প্যাটেলের কোনো মতামত পাওয়া যায়নি।
ঋত্বিক রোশনের বিপরীতে ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আমিশার অভিষেক ঘটে। প্রথম সিনেমা সুপারহিট হলেও পরে আর নিজের শক্ত অবস্থান তৈরি করতে ব্যর্থ হন এই অভিনেত্রী। সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভাইয়াজি সুপারহিট’ বক্স অফিসে ফ্লপ করে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
জেআইএম