বিজেপির বিরুদ্ধে মুখ খোলার সারিতে নতুন নাম, সংসদ সদস্য তথা বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা।
সম্প্রতি বিজেপি থেকে পদত্যাগ করেছেন শত্রুঘ্ন।
বাবার কংগ্রেসে যাওয়া নিয়ে সোনাক্ষী বলেছেন, ‘অনেক আগেই বাবার বিজেপি ছাড়া উচিৎ ছিল। কারণ দীর্ঘদিন দলের অভ্যন্তরে বাবাকে অপমানিত হতে হয়েছিল। ’
অবশ্য বেশ কিছুদিন আগে থেকেই শত্রুঘ্ন সিনহার বিজেপি ছাড়ার জল্পনা শুরুর হয়। বিশেষ করে শত্রঘ্নু যখন দলের ভিতরে থেকেই মোদী সরকারের বিভিন্ন ইস্যুতে বিরোধিতা করে আসছিলেন।
বলিউডের নায়িকা বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারি বাজপেয়ী, বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির সময়কালে বাবা বিজেপিতে যোগ্য সম্মান পেয়েছিলেন। ইদানীং যা পাচ্ছিলেন না।
প্রসঙ্গত, বিহারী বাবু বলে পরিচিত শত্রুঘ্ন সিনহা বিহারে বিজেপির মুখ হয়ে ছিলেন। এবার সেই বিহারের কোনো কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি কংগ্রেসের হয়ে। রাজনীতিতে মোদি বিরোধী অবস্থানের জন্যই দলের মধ্যে ক্রমশ ব্রাত্য হয়ে পড়েছিলেন তিনি।
তবে বাবা রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অতীতে রাজনীতি নিয়ে মুখ খোলেননি নায়িকা। তাহলে কী সোনাক্ষীও পা বাড়াচ্ছেন রাজনীতিতে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
ভিএস/এমএ/