লুৎফর হাসানের কথায় গানটির সুরারোপ করেছেন শাওন নিজেই। সঙ্গীতায়োজনে আমজাদ হোসেন।
এটি নির্মাণ করেছেন অভিনেতা ও পরিচালক রাশেদ মামুন অপু। এতে অভিনয় করেছেন- চিত্রনায়িকা অমৃতা খান ও অভিনেতা জামশেদ শামীম।
এর আগে ৬টি একক, একটি ধারাবাহিক নাটক পরিচালনা করলেও এবারই প্রথম মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করলেন রাশেদ মামুন অপু।
এ প্রসঙ্গে উচ্ছ্বসিত অপু জানালেন, প্রথমবার মিউজিক্যাল ফিল্ম বানালাম। বেশ ভালোলাগা কাজ করছে। গান-গল্প রেডি করে ধ্রুব দা’র সাথে বসি। তিনি গল্প শুনে বললেন- কবে শটিং করতে চান? দায়িত্ব বেড়ে গেল বহুগুন। সেই দায়িত্ব নিয়েই নির্মাণ করেছি ‘জায়গা দিও’ মিউজিক্যাল ফিল্মটি। এটি আমার একটি ভালোবাসার সন্তান। এক ভিডিওতে পাওয়া যাবে তিন ধরনের স্বাদ। থাকছেন চলচ্চিত্র নাটক ও গানের মানুষেরা। আশা করছি কাজটি সবার ভালো লাগবে।
শাওন গানওয়ালা বলেন, আমার অনেক পছন্দের একটি গান। মিউজিক্যাল ফিল্মটিও দর্শকদের চোখের আরাম দেবে। গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে এর নান্দনিক ভিডিওটি। গানটি শুনতে বা দেখতে বসে নিরাশ হবেন না কেউই।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক্যাল ফিল্মটি। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
ওএফবি