শুক্রবার (৫ এপ্রিল) ডেভিড এফ. স্যান্ডবার্গ পরিচালিত সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে ‘শাজাম’ মুক্তি পাবে।
‘শাজাম’র গল্পে দেখা যাবে, ১২ বছরের এতিম ছেলে বিলি ব্যাটসন। ছোটবেলায় অনেকগুলো পরিবারে ঘোরাঘুরি করার পর একটি পরিবারে এসে থিতু হন তিনি। একদিন ঘটনাক্রমে সে একটি সাবওয়ে ট্রেনের সামনে হাজির হয়। এই ট্রেন তাকে এক পরাবাস্তব জাদুকরী জগতে নিয়ে যায়। এই জগতের নাম রক অফ এটারনিটি। এখানে তার দেখা হয় উইজার্ড শাজামের সাথে। বিলি ব্যাটসনের অন্তরের কোমলতা ও অত্যাচারীদের প্রতিহত করার প্রবল ইচ্ছা জাদুকরকে মুগ্ধ করে। সে তাকে নিজের শক্তি দান করে এবং বলে যে, ‘শাজাম’ শব্দটি উচ্চারণ করলে সে এক অসাধারণ কিছুতে পরিণত হবে।
শাজামের প্রধান ভিলেনগুলোও কমিকবুক জগতে দারুণ জনপ্রিয়। যার মধ্যে ডক্টর সিভানার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। সিনেমাটিতে ডক্টর সিভানাকে প্রধান ভিলেন হিসেবে দেখা যাবে।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
জেআইএম