ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হচ্ছে- ধল্লা, তালেবপুর, বায়রা ও শায়েস্তা। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ধল্লা ও তালেবপুর ইউনিয়নের লোকজন।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) এসব ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় ধল্লা ইউনিয়নে এবং দুপুর ২টায় তালেবপুর ইউনিয়নে দুইশ পরিবারকে ত্রাণ সহায়তা দেন মানিকজগঞ্জ ২ (সিঙ্গাইর) আসনের সংসদ সদস্য-কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
এ প্রসঙ্গে মমতাজের ব্যক্তিগত সহকারি মাহমুদ জুয়েল বাংলানিউজকে বলেন, বায়রা ও শায়েস্ত ইউনিয়নের লোকেরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হননি। যে কারণে তারা তালেবপুর ইউনিয়নে এসে সহায়তা নিয়েছেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহায়তার পাশাপাশি ম্যাডামের ব্যক্তিগত তহবিল থেকে ৫৭টি পরিবারকে নগত পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়।
তিনি আর জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে জি আর তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের নগদ ৩ হাজার টাকা ও ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
ওএফবি