ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাবা-মায়ের পাশে সমাহিত টেলি সামাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
বাবা-মায়ের পাশে সমাহিত টেলি সামাদ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের নয়াগাঁও এলাকায় নিজেদের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা টেলি সামাদ।

রোববার (০৭ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটে তার দাফন সম্পন্ন হয়। এরআগে, বিকেল সাড়ে ৩টায় লাশবহনকারী গাড়িটি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে।

সেখানে টেলি সামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

>>>আরও পড়ুন...চলে গেলেন টেলি সামাদ 

ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে টেলি সামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।                                          ছবি: বাংলানিউজ

এসময় ছোট মেয়ে সায়মা সামাদের মোবাইলে ভিডিও বার্তার মাধ্যমে টেলি সামাদের ছেলে সুমন সামাদ যুক্তরাষ্ট্র থেকে বাবার জানাজা কার্যক্রম দেখে কান্নায় ভেঙে পড়েন।

টেলি সামাদকে শ্রদ্ধা জানাতে আসেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মেজর মো. শরীফ উজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিস উজ্জামান আনিস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।