মম ও নাঈম
শ্রাবণ তিন বছর ধরে তমাকে ভালোবাসেন। কিন্তু শ্রাবণ কখনো তমাকে সেটা বোঝাতে পারেন না। আসলে তমার ভুবনটা অন্যরকম। নিজের মা আর পড়াশুনার পাশাপাশি সে আর কিছুই বোঝে না। এটা তমার একটা মনস্তাত্ত্বিক সমস্যা।
এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মন ঘুড়ি’। মো. সাইফুর রহমান কাজলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।
নাটকটিতে তমা চরিত্রে মম, শ্রাবণ চরিত্রে নাঈম এবং সোহান চরিত্রে জিদান সরকার অভিনয় করেছেন।
নাটকটি প্রসঙ্গে সরদার রোকন বাংলানিউজকে জানান, নাটকটির বড় শক্তি হলো এর গল্প। যা দর্শকের মন জুড়িয়ে দেবে।
শুক্রবার (১২ এপ্রিল) রাত ৯টায় নাটকটি মাছরাঙ্গা টিভিতে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জেআইএম
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এমআরএ/জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।