অ্যান্ড্রাসন বহু ক্লাসিক সিনেমার অভিনেত্রী। তিনি সবচেয়ে বেশি অভিনয় করেছেন নির্মাতা ইংমার বার্গম্যানের সঙ্গে।
১৯৫৮ সালে অ্যান্ড্রাসন কান চলচ্চিত্র উৎসবে ‘ব্রিং অব লাইফ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হন। এর পাঁচ বছর পর তিনি বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেন।
সুইডিশ ফিল্ম ইন্সটিটিউটের সিইও আন্না সেরনার বলেন, ‘সুইডিশ সিনেমায় অ্যান্ড্রাসনের অবদান ছিল অসামান্য। একজন সত্যিকারের মেধাবী অভিনেত্রী হিসেবে তাকে সবাই মনে রাখবে। ’
বিবি অ্যান্ড্রাসন ১৯৩৫ সালে সুইডেন এর রাজধানী স্টকহোমে জন্ম নেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৯০টি সিনেমায় অভিনয় করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
জেআইএম