আসলে বিষয়টি তা নয়। মুখোমুখি দাঁড়ানো প্রভাস-শ্রদ্ধার ছবিটি তাদের প্রতীক্ষিত সিনেমা ‘সাহো’র একটি দৃশ্যের।
‘সাহো’ প্রভাসের সঙ্গে শ্রদ্ধার প্রথম সিনেমা। শুধু তাই নয়, একই সিনেমা দিয়ে তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রথমবার পা রাখলেন ‘স্ত্রী’খ্যাত এই অভিনেত্রী। এদিকে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ (২০১৭) মুক্তির পর এই সিনেমাটি দিয়ে পর্দায় ফিরছেন প্রভাস।
সুজিত পরিচালিত সিনেমাটিতে প্রথমে আনুশকা শেঠিকে প্রভাসের বিপরীতে ভাবা হলেও পরে বাড়তি ওজনের কারণে আনুশকাকে আর নেওয়া হয়নি। এতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন নীল নিতিন মুকেশ।
ভারতের বড় বাজেটের সিনেমাগুলোর একটি ‘সাহো’। এটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। চলতি বছর ভারতের স্বাধীনতা দিবসে (১৫ আগস্ট) একসঙ্গে তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
জেআইএম