গাওয়ার পাশাপাশি কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনাও করেছেন মিথিলা নিজেই। সুদীপ কুমার দীপ’র কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন প্রমীত কুমার।
এ গান ভিডিও প্রসঙ্গে মিথিলা বলেন, এটি একটি সময়োপযোগী গান। বর্তমান শ্রোতাদের কথা বিবেচনা করে গানটি করেছি। আধুনিক ও লোক গানের মিশ্রণে গানটি তৈরি হয়েছে। যারা এখন পর্যন্ত শুনেছেন, তাদের অনেকেই প্রশংসা করেছেন। আশা করি অন্যদেরও ভালো লাগবে।
মিথিলার কণ্ঠের ‘বনমালি’ গানটি বৈশাখ উপলক্ষ্যে প্রকাশ পেয়েছে এমএস মুভিজের ইউটিউব চ্যানেলে।
মৌসুমী মিথিলা নতুন আরও দুটি গানে কণ্ঠ দিবেন খুব শিগগির। ‘তামাশা’ ও ‘ধোকাবাজ’ শিরোনামের গান দুটি ব্যবহার হবে একটি শর্টফিল্মে। এছাড়া সামনে প্রতীক হাসান, আকাশ সেন ও মিলনের সঙ্গে তিনটি গান তৈরি হচ্ছে বলে জানান তিনি।
অনেকদিন থেকে গানের সঙ্গে সখ্যতা মৌসুমী মিথিলার। প্লেব্যাকও করেছেন। এরইমধ্যে ‘রাজকন্যা’ সিনেমার দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৯
ওএফবি