কিন্তু সঠিক সাউন্ড ও সঙ্গীতসহ আরও কিছু কাজের জন্য বাড়তি সময় নিচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’ টিম। যথাযথ কাজের বিষয়টি মাথায় নিয়েই সিনেমাটি মুক্তির দিনক্ষণ পেছানো হয়েছে বলে পরিচালক অয়ন মুর্খাজি জানিয়েছেন।
এ প্রসঙ্গে অয়ন বলেন, সময় চূড়ান্ত না হলেও আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তির সম্ভবনা রয়েছে। তার আগে এতে কোনো ঘাটতি ও অসঙ্গতি রাখতে চাই না।
এদিকে চলতি বছরের শেষের দিকে (২০ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে ‘দাবাং ৩’ সিনেমাটি। কিন্তু ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তি পেছানোর কারনে সিনেমা দুটির লড়াই আর দেখতে পারছে না সিনেমাপ্রেমিরা।
আবার অনেকেই ধারণা করছেন, সালমান খানের ‘দাবাং ৩’ মুক্তির ঘোষণাতে ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তির সময় পেছানো হয়েছে। তবে এসবে কান দিতে নারাজ পরিচালক অয়ন।
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। আবার সিনেমাটি মুক্তির পরই তারা দুইয়ে মিলে এক হবেন বলে জানা গেছে।
সিনেমাটি প্রযোজনার করেছে ধর্মা প্রোডাকশন। এরইমধ্যে বুলগেরিয়া, নিউইয়র্ক ও মুম্বাইয়ে সিনেমাটির শুটিং হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ওএফবি