ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আলাউদ্দীন আলীকে থাইল্যান্ডে নেওয়ার পরিকল্পনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
আলাউদ্দীন আলীকে থাইল্যান্ডে নেওয়ার পরিকল্পনা আলাউদ্দীন আলী

গত ৮ এপ্রিল থেকে এখনো পর্যন্ত সাভারের সিআরপি হাসপাতালে চিকিৎসাধীন আছেন দেশ বরেণ্য সুরস্রষ্টা-সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী।

সেখানে দুই সপ্তাহের বেশি সময় ফিজিওফেরাপি নেওয়ার পর এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো।

এ প্রসঙ্গে আলাউদ্দীন আলীর ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাস বাংলানিউজকে বলেন, এখন তিনি স্পষ্ট ভাষায় কথা বলতে পারছেন।

হুইল চেয়ারে একা বসতে পারেন। উঠার সময় কারো সহায়তা নিতে হয়। এছাড়া স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন। অনেক কিছু এখন মনে করতে পারছেন।  তেমন কোনো সমস্যা আর নেই। শুধু বাম হাতটা কম কাজ করছে। আর সপ্তাহ খানেক চিকিৎসার পর আশা করি এ সমস্যাও থাকবে না।

তিনি আরও বলেন, তিনি একা উঠে দাঁড়াতে পারলে পুরোপুরি সুস্থতা নিশ্চিত হওয়া যাবে। এরপরই তিনি বাসায় ফিরতে পারবেন।

দেশের চিকিৎসা শেষে গুণী এই সঙ্গীত পরিচালককে থ্যাইল্যান্ডে নেওয়ার পরিকল্পনা করছে তার পরিবার।

এর আগে গত ২২ জানুয়ারি রাত ১১টায় অসুস্থ আলাউদ্দীন আলীকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুই মাসের বেশি সময়ের চিকিৎসায় তিনি প্রায় সুস্থ হয়ে উঠেন।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।