ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিএফডিসিতে অভিনেতা আনিসের জানাজা সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
বিএফডিসিতে অভিনেতা আনিসের জানাজা সম্পন্ন বিএফডিসিতে আনিসের জানাজা। ছবি: বাংলানিউজ

জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিসের নামাজে জানাজা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টা ৩৭ মিনিটে বিএফডিসিতে তার মরদেহ আনা হয়। বেলা ১২টা ১০ মিনিটে সেখানে এই তারকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন অভিনেতা আলমগীর, ওমর সানী, মিশা সওদাগর, ড্যানি সিডাক, প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক শাহ আলম কিরণ ও কাবিরুল ইসলাম রানা।

আনিসের মরদেহ এফডিসিতে আনার আগে সকাল ৯ টায় টিকাটুলি জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।  

দ্বিতীয় জানা শেষে জনপ্রিয় এই অভিনেতার মরদেহ ফেনীতে নিয়ে যাওয়া হচ্ছে। ছাগলনাইয়া জেলার বল্লবপুর উপজেলায় আনিসের গ্রামের বাড়িতে সোমবার বাদ মাগরিব তৃতীয় জানাজা শেষে আনিসকে চিরশায়িত করা হবে।

রোববার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলীর নিজ বাসায় আনিসুর রহমান আনিস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
জেআইএম/ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।