সোমবার (২৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল পর্যন্ত।
অনুপম খের টুইটারে তার ভোট দেওয়ার পরের ছবি পোস্ট করে লেখেন, ‘আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছি। আপনি করেছেন? দয়া করে ভোট দিন। ’
নিজের ছবি দিয়ে মহেশ ভাট বলেন, ‘ভোটই আপনার স্বর। ’
একই রকম ছবি দিয়ে মাধুরী দীক্ষিত লেখেন, ‘এটা আমাদের অধিকার, সুতরাং বুদ্ধিমত্তার সঙ্গে এর প্রয়োগ করুন। দেশের ভবিষ্যৎ আমাদের হাতে। আসুন দায়িত্ব পালন করি এবং ভারত গড়ার জন্য ভোট দিই। ’
শিল্পা শেঠি লেখেন, ‘এটা কেবল আপনার দায়িত্বই নয়, আপনার অধিকার। আমি ভোট দিয়েছি, আপনি দিয়েছেন তো?’
দিয়া মির্জা তার ভোট দেওয়ার ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘ভোট!!! নাগরিক হিসেবে যার মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন আপনি। এটা আমাদের মৌলিক অধিকার ও দায়িত্ব। ’এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী আথিয়া শেঠি লেখেন, ‘নাগরিক হিসেবে ভোট আমাদের অধিকার এবং দায়িত্ব। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, সুতরাং সুন্দর ভবিষ্যতের জন্য ভোট দিন। ’
এছাড়াও ভোট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন রাভিনা টেন্ডন, সোনালী বেন্দ্রে, অর্জুন রামপাল, ইমরান হাশমি, সোনু সুদ, জিমি সেরগিল, রনভীর সিং, অর্জুন কাপুর, ডেইজি শাহও।
নিকটস্থ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, অভিনেত্রী রেখা, হেমা মালিনী, পরেশ রাওয়াল, সালমান খান, আমির খান, অজয় দেবগন, হৃতিক রোশন, অভিষেক বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, কাজল, আর মাধবন, এশা দেওল ও টাইগার শ্রফের মতো তারকারাও।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এইচএ/