ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুরে-কণ্ঠে তাদের মে দিবসের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ১, ২০১৯
সুরে-কণ্ঠে তাদের মে দিবসের গান ফরিদ আহমেদ-এন্ড্রু কিশোর

প্রথমবার শ্রমজীবী মানুষের জন্য গান তৈরি করলেন গুণী সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর।

শরীরটা ইঞ্জিন ক্ষয়ে যায় দিন দিন/রিক্সা চালাই আমি রিক্সা চালাই/তেল-গ্যাস মবিলের কিনবার তহবিলের/শক্তি তো নাই আমি রক্ত জ্বালাই/রিক্সা চালাই আমি রিক্সা চালাই- এমন কথার গানটি লিখেছেন দেশ বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। সুর-সঙ্গীতে ফরিদ আহমেদ।

এ গান প্রসঙ্গে ফরিদ আহমেদ বাংলানিউজকে বলেন, এটি শ্রমিকদের নিয়ে তৈরি আমার প্রথম গান। গানের মানুষ হিসেবে শ্রমজীবীদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেই চিন্তা থেকে গানটি করা।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষই শ্রমিক। যে যার জায়গা থেকে শ্রম সাধনা করে যাচ্ছে। যাই হোক, গানটি করতে পেরে ভালো লাগছে। গানের কথাগুলো এককথায় অন্যরকম। হৃদয় আন্দোলিত করার মতো। সুর করতে গিয়ে সেটাই আমি টের পেয়েছি।

গত ৭ এপ্রিল ফরিদ আহমেদের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। বুধবার (১ মে) শ্রমিক দিবসে গানটি প্রকাশ পেয়েছে ফরিদ আহমেদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ০১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।