ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মে ৩, ২০১৯
২৪ ঘণ্টার পর্যবেক্ষণে এটিএম শামসুজ্জামান এটিএম শামসুজ্জামান

গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি বেশ ভালো আছেন।

তবে কিংবদন্তি এ অভিনেতার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১১টায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। ২৪ ঘণ্টা তাকে লাইফ সাপোর্ট ছাড়া রাখা হবে।

এ সময়ের মধ্যে যদি অবস্থার অবনতি না হয় তাহলে আর তাকে লাইফ সাপোর্টে নেওয়া লাগবে না। ডাক্তারের সঙ্গে আলাপ করে বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন নির্মাতা এসএ হক অলিক।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার সঙ্গে টুকটাক কথা হয়েছে। চেষ্টা করেছেন প্রাণ খুলে কথা বলার। হেসে হেসে কথা বলেছেন, যেদি অবশ্যই আনন্দের খবর। যাই হোক, সবাই দোয়া করবেন- যাতে আর জটিল কোনো শঙ্কা দেখা না দেয়। আর ওনাকে বিদেশে নেওয়ার ব্যাপারেও একটা পরিকল্পনা চলছিলো, সেটির আর প্রয়োজন নেই বলে ডাক্তার জানিয়েছেন।

এদিকে গত মঙ্গলবার (৩০ এপ্রিল) গুণী এই অভিনেতাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থার উন্নতি হওয়ায় এবং পর্যবেক্ষণের জন্য শুক্রবার ১১টায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

এর আগে মলত্যাগজনিত সমস্যার কারণে ২৬ এপ্রিল রাত ১১টার দিকে এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করানো হয়।

রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ০৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।