সিনেমার শুটিংয়ে অংশ নিতে এরইমধ্যে কলকাতায় এসেছেন নাসিরউদ্দিন শাহ। এতে দর্শকরা দেখতে পাবেন দুই উকিলের মুখোমুখি লড়াই।
পর্দায় এই দুই জাত অভিনেতার মুখোমুখি লড়াই কতটা উপভোগ্য হবে, তা এরইমধ্যে সিনেমাপ্রেমিরা টের পেয়েছেন, হয়তো! আর বাংলা, হিন্দি ও ইংরেজি মিলিয়ে তৈরি হবে পুরো সিনেমাটি।
দুই কিংকদন্তি ছাড়াও ‘দেবতার গ্রাস’- এ দেখা যাবে শ্রমন চট্রোপাধ্যায়, অনসূয়া মজুমদার, পার্থপ্রতিম মজুমদার, শুভ্রজিৎ দত্ত, অমৃতা চট্রোপাধ্যায়কে।
সৌমিত্র চট্রোপাধ্যায় ও নাসিরউদ্দিন শাহ প্রসঙ্গে পরিচালক জানান, চিত্রনাট্য পড়ে এতে অভিনয়ের সম্মতি দেন নাসিরউদ্দিন। উচ্ছ্বসিত সৌমিত্র চট্রোপাধ্যায়ও। আর একই সিনেমায় তাদের দুজনের উপস্থিতি দর্শকের মাঝে বাড়তি একটা আগ্রহ তো তৈরি করছেই।
এতে দিল্লির একজন সাংবাদিকের ভূমিকায় থাকছেন কৌশিক সেন। এর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তেজেন্দ্র নারায়ন মজুমদার।
কোর্টরুম ড্রামার একটি অংশ শুট হবে ইনডোরে। বাকি অংশের শুটিং হবে বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়ায়।
১৯৫০ দশকের নাটককে বর্তমান উপযোগী করে এর চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক শৈবাল মিত্র। মানে, ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ‘দেবতার গ্রাস’।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ১১, ২০১৯
ওএফবি