ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দিচ্ছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার (১৩ মে) সকালে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জনপ্রিয় ওই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে টাকার চেক তুলে দেন।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। সেখানে অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  

৩ মে দুপুরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সেসময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে দুদিন পর অবস্থার অবনতি হলে আবারও ৬ মে তাকে আবারও লাইফ সাপোর্ট দেওয়া হয়।  

এরপর থেকে টানা পাঁচদিন লাইফ সাপোর্টে ছিলেন দেশের টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। সবশেষ ১১ মে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ১৩, ২০১৯
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।