বিজ্ঞাপনটির মূল উপজীব্য বিষয় গ্রাহকদের কম খরচে বেশি সেবা দিয়ে তাদের মাঝে খুশি ছড়িয়ে দেওয়া। এই বিষয়টিকে আরও শৈল্পিকভাবে তুলে ধরার প্রচেষ্টা বিজ্ঞাপনটিতে থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলালিংক।
বিজ্ঞাপনটি নির্মাণ করবেন নির্মাতা পিপলু আর খান। এর শুটিং হবে ঢাকার বিভিন্ন লোকেশনে। মে মাসের শেষ সপ্তাহ থেকে দর্শকরা বিজ্ঞাপনটি উপভোগ করতে পারবেন।
এ প্রসঙ্গে বাংলালিংকের ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন, বাংলালিংক সবসময় গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে। বিজ্ঞাপনচিত্রটির মাধ্যমে আমরা এই বার্তাটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই। সিয়াম ও মেহজাবিনের মত জনপ্রিয় অভিনয়শিল্পী এতে অভিনয় করছেন এবং চমৎকার নির্মাণশৈলীর কারণে দর্শকমহলে বিজ্ঞাপনটি জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস।
সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের ব্র্যান্ডস এন্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নির্মাতা পিপলু আর খান।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৯
এমআইএইচ/জেআইএম