ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জমকালো উদ্বোধনে পর্দা উঠলো কান চলচ্চিত্র উৎসবের

মো. জহিরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ১৫, ২০১৯
জমকালো উদ্বোধনে পর্দা উঠলো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তারকারা

৭২তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠলো। ফ্রান্সের দক্ষিণের কান শহরের স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মে) রাত ৮টা ১০ মিনিটে পালে দে ফেস্তিভালস ভবনে হয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ আসরের জমকালো উদ্বোধন।

এবার উৎসবের উদ্বোধন করেন অস্কারজয়ী স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বারদেম ও ফরাসি অভিনেত্রী-গায়িকা চার্লোট গেইন্সবুর্গ। এবার মাস্টার অব সিরিমনিস ছিলেন এদুয়া বেয়ার।

টিভি চ্যানেলের পাশাপাশি ফ্রান্সের প্রায় ৬০০টি প্রেক্ষাগৃহ থেকে দর্শকরা উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন। অভিনেত্রী সেলেনা গোমেজ ও অভিনেতা বিল মারি১২ দিনব্যাপী এ মহাযজ্ঞের প্রথম দিন বিশ্বের জনপ্রিয় তারকাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। প্রথম দিন রেড কার্পেটে অংশ নিয়ে রূপের দ্যুতি ছড়িয়েছে মার্কিন সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী সেলেনা গোমেজ। এছাড়া আরও পা মাড়িয়েছেন ভিক্টোরিয়া সিক্রেট মডেল রোমে স্ট্রিজড, মডেল আলেসান্দ্রা আম্ব্রোসিও, মার্কিন অভিনেত্রী ইভা জ্যাকুলিন লঙ্গোরিয়া, অভিনেতা বিল মারি,  জুলিঅ্যান মুরসহ অনেকে।  রেড কার্পেটে জুলিঅ্যান মুরএবারের আসরের মূল প্রতিযোগিতা প্রধান জুরি হিসেবে রয়েছেন ‘দ্য বার্ডম্যান’খ্যাত মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনসালেস ইনাররিতু। জুরির সদস্যরা হলেন-মার্কিন অভিনেত্রী ইলি ফ্যানিং, সেনেগালিজ কমেডিয়ান মাইমুনা এন’দিআয়ে, মার্কিন স্বাধীন নারী চলচ্চিত্র নির্মাতা কেলি রাইশার্ড, ইতালিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার আলিস রোহরওয়াশার, ফরাসি নির্মাতা এনকি বিলাল, রবিন কামপিল্লো, গ্রিক নির্মাতা ইয়োরগোস লানথিমোস এবং পোলিশ নির্মাতা পাউয়েল পাভলিকোভস্কি।

জুরিরা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত হয়ে মঞ্চ আলোকিত করেছেন। উৎসবের শেষ দিন তারা প্রতিযোগিতায় অংশ নেওয়া চলচ্চিত্রগুলো থেকে সেরা চলচ্চিত্র নির্ধারণ করবেন। কান চলচ্চিত্র উৎসবের ৭২ তম আসরের ফিচার ফিল্মের জুরিউদ্বোধনী অনুষ্ঠান প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত জিম জারমাশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ সিনেমাটি প্রদর্শিত হয়। এটি মঙ্গলবার ফ্রান্সে মুক্তি পেয়েছে। আগামী ১৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে।

উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। প্রতিবছর মতো এবারও শেষ দিন ঘোষণা করা হবে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘পাম দ’র’।

এবার  মূল প্রতিযোগিতায় ১৮৪৫ টি ফিচার সিনেমা জমা পড়েছে। সেখান থেকে ২২টি চলচ্চিত্র উৎসবে অংশ নেবের সুযোগ পাচ্ছে। এছাড়া আনসার্টেন রিগার্ড বিভাগে আছে ১৮টি চলচ্চিত্র, ১১টি স্বল্পদৈর্ঘ্য, আউট অব কম্পিটিশনে ৫টি, মিডনাইট স্ক্রিনিংয়ে ২টি এবং স্পেশাল স্ক্রিনিংয়ে ১০টি সিনেমা চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ১৫, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।