সংবাদ সম্মেলনে অতিথিরা
নির্মাতা নাসিম সাহনিক পরিচালিত ‘গোয়েন্দাগিরি’ সিনেমাটি গত বছরের ১৮ অক্টোবর বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। এরপর চলতি বছরের ২৫ জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।
তবে এবার ঈদুল ফিতরে মুক্তির বিষয়টি নিশ্চিত হয়েছে চিত্রনায়িকা শম্পা ও কল্যাণ কোরাইয়া অভিনীত ‘গোয়েন্দাগিরি’।
এ প্রসঙ্গে নির্মাতা নাসিম সাহনিক বাংলানিউজকে বলেন, আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা এটি।
এক দল শখের গোয়েন্দাদের সাহসী অভিযান দেখানো হয়েছে সিনেমাটিতে। ভূতুড়ে এক জমিদার বাড়ির রহস্য নিয়ে কাজ করে তারা। থ্রিলারধর্মী এই গল্পে সায়েন্স ফিকশনেরও ছোঁয়া রয়েছে। সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে ভেবে বেশ ভালো লাগছে।
সিনেমাটিতে শম্পা-কল্যাণ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কচি খন্দকার, তারেক মাহমুদ, শিখা মৌ, সীমান্ত আহমেদ, টুটুল চৌধুরী প্রমুখ।
২০১৬ সালে সিনেমাটির শুটিং শুরু হয়ে ২০১৭ সালে সম্পন্ন হয়। ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন দৃশ্যায়নে এর শুটিং হয়েছে। এটি প্রযোজনা করেছে আম্মাজান ফিল্ম। সহযোগী প্রযোজনায় ক্রোমো মিডিয়া।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ২০, ২০১৯
ওএফবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।