ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সঙ্গীতে যাত্রা করলেন বকুল-মুন্নীর তনয়া প্রেরণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ৩০, ২০১৯
সঙ্গীতে যাত্রা করলেন বকুল-মুন্নীর তনয়া প্রেরণা প্রেরণা

আনুষ্ঠানিকভাবে গানের ভুবনে যাত্রা শুরু করলেন গীতিকবি কবির বকুল ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর কন্যা প্রেরণা।

বাবার লেখা ‘মন প্রজাপতি’ শিরোনামের গান দিয়ে সঙ্গীত ক্যারিয়ারে পা রাখলেন তিনি। পুলক অধিকারীর সুরে গানটি সঙ্গীতায়োজন করেন আহমেদ হুমায়ূন।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানী বাংলামটরের একটি রেস্টুরেন্টে হয়েছে প্রেরণার কণ্ঠের প্রথম মৌলিক গানটির প্রকাশনা উৎসব। ঈদ উপলক্ষ্যে গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন।

প্রকাশনা উৎসবে অতিথিরাপ্রকাশনা উৎসবে হাজির হয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই। এ তালিকায় রয়েছেন- গুণী সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফিকুল আলম, প্রিন্স মাহমুদ, কথা সাহিত্যিক আনিসুল হক, চিত্রনায়ক ওমর সানী, সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ, সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ, গীতিকবি হাসান মতিউর রহমান, রিটন অধিকারী রিন্টু, শহিদুল্লাহ্ ফরায়েজী, সঙ্গীতশিল্পী শফিক তুহিন, পারভেজ সাজ্জাদ, এলিটা, কণা, ধ্রুব গুহ, শিল্পীর পরিবার, গান সংশ্লিষ্ট ও ক্লোজআপ তারকাদের পাশাপাশি আরও অনেকে।

উপস্থিত সকলেই প্রেরণার ‘মন প্রজাপতি’ গানের প্রশংসা করে তার উজ্জ্বল আগামীর জন্য শুভকামনা জানান।

গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে প্রেরণার সঙ্গে মডেল হয়েছেন আসিফ ইমরান।

প্রকাশনা উৎসবের উপস্থাপনায় ছিলেন শিল্পীর মা কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।

ভিডিও: বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, মে ৩০, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।