ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বিবাহ বিষয়ক জটিলতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ৩০, ২০১৯
‘বিবাহ বিষয়ক জটিলতা’ মিশু সাব্বির-প্রিয়ম

ঈদুল ফিতর উপলক্ষ্যে সামাজিক কুসংস্কারের প্রভাব এবং বাস্তবতার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘বিয়ে বিষয়ক জটিলতা’।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কচি খন্দকার, মিশু সাব্বির ও নিশাত প্রিয়ম’সহ আরও অনেকে। সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় এর গল্প ও নির্দেশনা দিয়েছেন ইশতিয়াক আহমেদ।

 

এর গল্পে দেখা যাবে, কুসংস্কারাচ্ছন্ন এক ছেলেকে জ্যোতিষী পরামর্শ দেন, চব্বিশ বছরের সুন্দরী মেয়েকে বিয়ে করতে। কিন্তু ছেলে তেমন মেয়ের সন্ধান পাই না। এদিকে পরিবারের চাপে ছেলেটি শর্ত সাপেক্ষে অন্য মেয়েকে বিয়ে করে। কিন্তু বাসর রাতেই সে তার বউকে জানায়, চব্বিশ বছরের সুন্দরী মেয়ে পেলে আবার বিয়ে করবে।  

এভাবে নানা জটিলতায় সংসার চলতে থাকে। একসময় সে সুন্দরী মেয়ের সন্ধান পাই। কিন্তু ততদিনে সে তার বউয়ের প্রেমে পড়ে যায়। যে কারণে আর নতুন করে বিয়ে করা হয় না। কুসংস্কারের বিষয়টি সে বোঝতে পেরে জ্যোতিষীকে শাসিয়ে আসে।

নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৯টা ৫মিনিটে বিটিভি চট্রগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মে ৩০, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।