ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতার প্রয়াণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুন ৩, ২০১৯
অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতার প্রয়াণ রুমা গুহ ঠাকুরতা।

কলকাতা: বাংলা চলচ্চিত্রের বরিষ্ঠ অভিনেত্রী এবং গায়িকা রুমা গুহ ঠাকুরতা আর নেই। তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

সোমবার (৩ জুন) কলকাতার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্র বলছে, বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন অভিনেত্রী।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ তার হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।  

এদিকে সোমবারই মুম্বাই থেকে কলকাতায় এসেছেন তার ছেলে শিল্পী অমিত কুমার। তিনি জানান, দেড়মাস আগে কলকাতায় আসেন রুমা গুহ ঠাকুরতা। সোমবার সন্ধ্যায় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

প্রখ্যাত চলচ্চিত্রাকার সত্যজিৎ রায় পরিচালিত ‘অভিযান’ ও ‘গণশত্রু’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন রুমা গুহ ঠাকুরতা।  

এছাড়াও তিন বেশকিছু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। সঙ্গীত ছিল তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি চলচ্চিত্রে প্লে ব্যাক শিল্পী হিসেবেও কাজ করেছেন।  
১৯৫২ সালে তিনি গায়ক কিশোর কুমারকে বিবাহ করেন।  

তাদের পুত্র গায়ক অমিত কুমার। ১৯৫৮ সালে তার দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। ১৯৬০ সালে অরূপ গুহ ঠাকুরতাকে বিয়ে করেন তিনি। পশ্চিমবঙ্গের বিখ্যাত গানের দল ‘কলকাতা ইয়ুথ কয়ার’ এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলনে এই জনপ্রিয় অভিনেত্রী।

এদিকে  কিংবদন্তী শিল্পীর প্রয়াণে শোকস্তব্দ সাংস্কৃতিক মহল। শোক প্রকাশ করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়সহ অনেক পশ্চিমবঙ্গের শিল্পী এবং গুণীজনেরা।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুন ০৩, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।