ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আট বিভাগে ‘বৈশাখিনী’র মঞ্চস্থ করবে ‘শব্দাবলী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জুন ১১, ২০১৯
আট বিভাগে ‘বৈশাখিনী’র মঞ্চস্থ করবে ‘শব্দাবলী’ ‘বৈশাখিনী’র একটি দৃশ্য

বরিশাল: মুক্তিযুদ্ধের এক বীরঙ্গনার গল্পের নাটক ‘বৈশাখিনী’ দেশের আটটি বিভাগে মঞ্চস্থ করতে যাচ্ছে নাট্য সংগঠন শব্দাবলী গ্রুপ থিয়েটার। এটি হচ্ছে শব্দাবলীর ৬৬ তম প্রযোজনা।

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াসে নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছে বলে শব্দবলীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার (১২ জুন) বরিশাল বিভাগের ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে হবে ‘বৈশাখিনী’র প্রথম মঞ্চায়ন।

এরপর একই বিভাগের- পটুয়াখালী ও বড়গুনায় মঞ্চস্থ করা হবে নাটকটি। বরিশাল বিভাগ শেষে ‘বৈশাখিনী’ মঞ্চস্থ হবে যথাক্রমে- সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা,  রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে।  

নাটকটি মূল গল্প লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার চন্দন সেন। নতুন আঙ্গিকে এর নাট্যরূপ দিয়েছেন ড.মাহফুজা হিলালী। নির্দেশনায় সৈয়দ দুলাল।

বাংলাদেশ সময় : ২০০৩ ঘন্টা, জুন ১০, ২০১৯

এমএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।