মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আন্তর্জাতিক নাট্যোৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের বাস্তবায়নে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে নাট্যোৎসব সম্বন্ধে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, বাংলাদেশের সমৃদ্ধ মঞ্চনাটককে দেশে-বিদেশে আরো প্রচার ও প্রসার এবং একইসঙ্গে বিদেশের মানসম্পন্ন নাটকের সঙ্গে এদেশের নাট্যপ্রেমী, মঞ্চপ্রেমী দর্শক ও থিয়েটারকর্মীদের সুপরিচিতকরণ এবং গুণগত নাটকের রস আস্বাদনের মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চাকে আরো গতিশীল করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ উদ্যোগ গ্রহণ করেছে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদকে উপদেষ্টা, সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে সভাপতি এবং যুগ্ম-সচিব (অনুষ্ঠান) করে উৎসব উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও বিষয় ভিত্তিক আরো ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এ আয়োজনকে কেন্দ্র করে একটি ওয়েবসাইট (www.internationaltheatrefestbd.com) চালু করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়রে ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন- রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ ও কামাল বায়েজিদ।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
আরকেআর/আরবি/