ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ম্যাক্স ল্যান্ডিসের বিরুদ্ধে ৮ নারীর যৌন হয়রানির অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
ম্যাক্স ল্যান্ডিসের বিরুদ্ধে ৮ নারীর যৌন হয়রানির অভিযোগ অভিযোগকারী অভিনেত্রী হুইটনি মূর (বায়ে) ও ম্যাক্স ল্যান্ডিস

হলিউডের চিত্রনাট্যকার ও নির্মাতা ম্যাক্স ল্যান্ডিসের বিরুদ্ধে যৌন হয়রানি ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন আটজন নারী। সম্প্রতি পশ্চিমা একটি সংবাদমাধ্যমে তারা এ অভিযোগ করেন।

অভিযোগকারী নারীরা ম্যাক্স ল্যান্ডিসকে ‘মেয়ে শিকারী’ বলে অভিযোগ করে বলেন, ম্যাক্স তার বন্ধু মহলের মাধ্যমে মেয়েদের সন্ধান করে পিছু নেন ও বশ করেন। এ পর্যন্ত যে মেয়েদের সাথে তিনি শারীরিক সম্পর্কে গড়েছেন, তাদের র‍্যাংকিং করে একটি তালিকা তৈরি করেন।

 

কেরি নামে ম্যাক্সের এক সাবেক বান্ধবী একই অভিযোগ করে বলেন, ‘একদিন ম্যাক্স আমাকে অবরুদ্ধ করে মেরে ফেলতে চেয়েছিল। ’ 
    
আরেকজন সাবেক বান্ধবী ড্যানি ম্যানিংও তাকে অবরুদ্ধ করার এবং সবার সামনে অপমান-অপদস্থ করার অভিযোগ আনেন ম্যাক্সের বিরুদ্ধে।  

ম্যাক্সের একজন সাবেক বান্ধবী ‘জুলি’ ছদ্মনামে প্রতিবেদনে বলেন, ‘তিনি (ম্যাক্স ল্যান্ডিস) ভেবেছিলেন আমরা কখনই কিছু প্রকাশ করব না। কেউ কিছু বললে তার বিরুদ্ধে লেগে যান তিনি। আমাদেরকে অপব্যবহার করার সময় তিনি একটুও বিচলিত ছিলেন না। তাছাড়া  ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য আমাদেরকে নানা হুমকি দিতেন। ’ 

তিনি আরও বলেন, ‘আমি বুঝতেই পারিনি যে, এই লোকটা দুই বছর ধরে ঠাণ্ডা মাথায় আমাকে ধর্ষণ করেছে। ’

আরেক মহিলা অ্যাশলে হেফিংটন জানান, তিনি ম্যাক্সকে তার এক বান্ধবীকে যৌন হয়রানি করতে দেখেছেন। তার নাম কেলি রে। রে ২০০৮ সালে ম্যাক্সের বিরুদ্ধে একটি মামলাও করেছিলেন।

তাশা গোল্ডথোয়াট নামে ম্যাক্সের আরেক সহকর্মীও যৌন হয়রানির অভিযোগ এনেছেন।  

ম্যাক্সের সাবেক বান্ধবী অভিনেত্রী হুইটনি মূর সামাজিক যোগাযোগ মাধ্যমে (১১ জুন, মঙ্গলবার) লেখেন যে, ম্যাক্স ল্যান্ডিসের সাথে তার সম্পর্ক থাকার সময় ম্যাক্স তার সাথে ‘ভয়ঙ্কর ও অমানবিক’ ব্যবহার করতেন।

তবে এরকম অভিযোগ ম্যাক্সের বিরুদ্ধে এটাই প্রথম নয়। তার নারী-শিকারীসুলভ আচরণের বর্ণনা ২০১৭ সালেও প্রকাশিত হয়েছিল।  

সংবাদমাধ্যম ম্যাক্সের মন্তব্য জানতে যোগাযোগ করতে ব্যর্থ হয়।

ম্যাক্স ল্যান্ডিস চিত্রপরিচালক জন ল্যান্ডিসের ছেলে। বিখ্যাত হলিউড সিনেমা ‘আমেরিকান আল্ট্রা’, ‘ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন’ ও ‘ব্রাইট’র চিত্রনাট্যকার তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।