বাংলানিউজ: সঙ্গীত দিবসে বিশেষ কোনো ভালোলাগা কাজ করছে কি?
ফুয়াদ নাসের বাবু: গানের জন্য এটি একটি বিশেষ দিন। যেকোনো বিশেষই আলাদা একটা গুরুত্ব তৈরি করে, তাই না? সে দিক থেকে তো ভালোলাগা কাজ করছে ই।
বাংলানিউজ: সঙ্গীত দিবসে এই প্রজন্মের গীতিকবি-সুরকার ও সঙ্গীত পরিচালকদের উদ্দেশে আপনার একটা বিশেষ বার্তা শুনতে চাই-
ফুয়াদ নাসের বাবু: মানতে হবে এখনো ভালো গান তৈরি হচ্ছে, তবে খুবই সীমিত। অনলাইননির্ভর ইউটিউব বৃত্তিক গানের বাজার হওয়ায় এ সময়ের অধিকাংশ শিল্পীদের মাঝে পরিচিতি-খ্যাতি পাওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। তাও হোক। তার আগে গানের প্রতি যত্নশীল হতে হবে। মানে, গান জানা-শোনার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
অনেক ঘরানার গান এবং শ্রোতা আছে। এখন যে ঘরানার গানই হোক, সেটা যেনো গান হয়। কথা-সুর-সঙ্গীতের মিশ্রণেই গান। এ বিষয়গুলোর দিকে নজর দিলেই ভালো গান পাওয়া সম্ভব। আর গান তৈরির মানুষেরা ভালো গান তৈরি করলে, শ্রোতারা তা নিতে বাধ্য হবে।
বাংলানিউজ: ভালো গান তৈরির জন্য সব চেয়ে জরুরি কোন বিষয়টি?
ফুয়াদ নাসের বাবু: লক্ষ ঠিক করতে হবে, চিন্তায় সমৃদ্ধ হতে হবে। শিল্পীকে সিদ্ধান্ত নিতে হবে তিনি ভালো কিছু গান করবেন, যে গান শ্রোতারা মনে রাখবেন। দীর্ঘদিন বেঁচে থাকবে। একই সিদ্ধান্ত গীতিকার-সুরকার নিলেই একটা ইতিবাচক পরিবর্তন চলে আসবে।
বাংলানিউজ: সঙ্গীত দিবসে শ্রোতাদের উদ্দেশে কিছু বলবেন কি?
ফুয়াদ নাসের বাবু: শ্রোতাদের জন্যই গান। সকল সঙ্গীতপ্রেমি ও শ্রোতাদের সঙ্গীত দিবসের শুভেচ্ছা। সঙ্গীতের নির্মল আনন্দ ছড়িয়ে পড়ুক সব প্রাণে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১৯
ওএফবি