২০১৭ সালে একটি সাক্ষাৎকারে কঙ্গনার দেওয়া বক্তব্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি। কঙ্গনার সাথে তার বোনও এই বিতর্কে যথারীতি জড়িয়ে পড়েছেন।
এ নিয়ে যারপরনাই ক্ষিপ্ত আদিত্য পাঞ্চোলির স্ত্রী রোজিনা ওয়াহাব। তিনি ও আদিত্য দু’জনে মোট চারটি অভিযোগ দায়ের করেছেন আদালতে। অভিযোগগুলোর প্রেক্ষিতে সমন জারি করেছেন আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ জুলাই।
প্রায় সাড়ে চার বছর ধরে আদিত্য ও কঙ্গনার মাঝে মন দেওয়া-নেওয়ার সম্পর্ক ছিল বলে শোনা যায়। এরপর আদিত্যের বিরুদ্ধে কঙ্গনা লাঞ্ছিত করার অভিযোগ আনেন।
আদিত্যের আইনজীবী শ্রেয়া শ্রীবাস্তব জানিয়েছেন, ‘তিনি (কঙ্গনা) অভিযোগ করেছেন যে আদিত্য নাকি তাকে গৃহবন্দী করে রেখেছিলেন এবং তিনি আদিত্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। কিন্তু বাস্তবে এমন কোন মামলা কখনোই দায়ের হয়নি। স্পষ্টত তিনি আদিত্যের সম্মানহানি করেছেন। ’
অপরদিকে রাঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি একটি টুইট বার্তায় আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়টি জানান। সঙ্গত কারণেই পাঞ্চোলি ও তার স্ত্রী রোজিনা বিষয়টিকে সহজভাবে নেননি।
রোজিনা একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি আদিত্যকে আর যে কারও চেয়ে বেশি ভাল চিনি। সে আমার কাছে কিছুই গোপন করেনি। অতীতে কী ঘটেছে আমি তার সবই জানি। সে কোন অন্যায় করেনি। ’
‘আপনি কারও সাথে বছরের পর বছর ধরে সম্পর্ক রাখলেন, তারপর সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। এটা মোটেও ঠিক নয়’, যোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ২৬ জুন, ২০১৯
জেআইএম/