ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিয়ে ছাড়া সন্তান নেওয়ায় কোনো সমস্যা নেই: মাহি গিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
বিয়ে ছাড়া সন্তান নেওয়ায় কোনো সমস্যা নেই: মাহি গিল

ঢাকা: তিন বছরের কন্যা সন্তান থাকার কথা ঘোষণা দিয়ে রীতিমত হেডলাইন বনে গেলেন ‘সাহেব বিবি অর গ্যাংস্টার'খ্যাত বলিউড অভিনেত্রী মাহি গিল।
 

বলতে গেলে ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই চুপচাপ থাকেন মাহি। তার সিনেমার খবর পাওয়া গেলেও তার খবর পাওয়া যায় না।

সেই অভিনেত্রী কিনা হঠাৎ করেই তার একটি কন্যা সন্তান থাকার কথা নিজের মুখে বলে হইচই ফেলে দিলেন।
 
একটি সাক্ষাৎকারে ৪৩ বছরের এ বলিউড অভিনেত্রী বলেন, তার কন্যার নাম ভেরোনিকা। আসছে আগস্টে বয়স তিন বছর হবে।

মাহি বলেন, ‘আমি খুব গর্বিত যে আমি একটি কন্যার মা। হ্যাঁ, আমি বিয়ে করিনি এখনো। যখন আমি বিয়ে করতে চাইবো, করে ফেলবো। এই আগস্টে আমার কন্যা তিন বছরে পা দেবে। ”
 
এই অভিনেত্রী জানান, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনো প্রশ্নের সম্মুখীন হননি। তার কোল আলোকিত করে আসা ভেরোনিকাতার সঙ্গে তিনি মুম্বাইতে থাকেন। তবে তার প্রেমিক থাকেন গোয়াতে। মাঝেমধ্যেই তিনি মেয়েকে নিয়ে সেখানে বেড়াতে যান।
 
বিয়ে না করলেও তিনি ‘সিঙ্গেল’ নন বলে প্রকাশ করেন মাহি। বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘বিয়ে করার দরকার কী? এটা সম্পূর্ণ নির্ভর করে প্রত্যেকের নিজস্ব ভাবনা ও সময়ের ওপর। পরিবার এবং সন্তান বিয়ে ছাড়াও গড়া যায়। বিয়ে ছাড়াই সন্তান নেওয়ায় কোনো সমস্যা নেই। আমি মনে করি না যে, এতে কোনো সমস্যা আছে। আমি মনে করি প্রত্যেকের নিজের জীবন, তাদের নিজস্ব মূল্যবোধ আছে। বিয়ে একটি সুন্দর বিষয়। কিন্তু বিয়ে করা এবং না করা ব্যক্তিগত সিদ্ধান্ত। ’
 
‘দেব ডি’, ‘সাহেব বিবি অর গ্যাংস্টার’, ‘ইন অ্যা ট্রাফিক জ্যাম’সহ একাধিক ছবিতে অভিনয় করে বেশ নজর কেড়েছেন অভিনেত্রী মাহি গিল। পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। তবে বহুদিন হল তাকে বড়পর্দায় দেখা যাচ্ছে না। যদিও নির্মাল পাণ্ডের ‘দাবাং থ্রি’ ছবিতে তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।