এতে পুরান ঢাকার ছেলে আব্বাসের বেড়ে ওঠা ও এলাকার ত্রাস বনে যাওয়ার গল্প দেখা যাবে। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নিরব হোসেন ও তার বিপরীতে রয়েছেন সোহানা সাবা।
সিনেমাটি প্রসঙ্গে সাইফ চন্দন বাংলানিউজকে বলেন, ‘একেবারে মৌলিক গল্পের সিনেমা ‘আব্বাস’। ইন্ডাস্ট্রির এই মন্দা সময়ে আমরা চেষ্টা করেছি দর্শকদের একটি ভালো ও বিনোদনমূলক সিনেমা উপহার দেওয়ার। আশা করছি দর্শক নিরাশ হবেন না। ’
সিনেমাটির প্রেক্ষাগৃহ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘প্রথম সপ্তাহে ৩৭ প্রেক্ষাগৃহে ‘আব্বাস’ মুক্তি দেওয়া হচ্ছে। দেশের বড় ও গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহগুলোতে শুক্রবার সিনেমা মুক্তি দিচ্ছি। ’
নিরব-সাবা ছাড়াও ‘আব্বাস’ সিনেমায় আরও অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সূচনা আজাদ, জয়রাজ, ইলোরা গহর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
জেআইএম