ভুল স্বীকার তো তো দূরের কথা, উল্টো ওই সাংবাদিককে দেশদ্রোহী আর ভণ্ড বলেছেন এ বলিউড অভিনেত্রী। এক ভিডিওবার্তায় জানিয়েছেন, বয়কট করলে তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে মিডিয়ার।
এ ভিডিওবার্তার প্রতিবাদে তাকে বয়কটের ঘোষণা দিয়েছে মুম্বাইয়ের এন্টারটেনমেন্ট জার্নালিস্ট গিল্ড। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান প্রেস ক্লাব।
গিল্ডের পক্ষ থেকে জানানো হয়, এবারই প্রথম নয়- এর আগেও বহুবার কঙ্গনা ও রঙ্গোলি সাংবাদিকদের সঙ্গে অশালীন ব্যবহার করেছেন। এমন আচরণের জন্যই তাকে সম্পূর্ণভাবে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গিল্ডের পক্ষ থেকে আরও বলা হয়, কঙ্গনা অসভ্য, কুৎসিত ও অশ্রাব্য ভাষায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে যে আচরণ করেছেন, তাতে আমরা হতাশ। সাংবাদিকদের প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর নিন্দা জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
ওএফবি