সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘জোকার’ নিয়ে মার্ক ম্যারন বলেন, ‘আমি সিনেমাটির শেষভাগে উপস্থিত হবো। আমার দৃশ্যটি খুব বড় নয়।
জোয়াকুইন ফিনিক্স হলেন ডিসি কমিকস্ সিরিজের সবচেয়ে ভয়ংকর সুপারভিলেন চরিত্রের রূপদানকারী। ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রতিশোধ পরায়ণ তুখোড় খলনায়ক ছিলেন তিনি। এবার টড ফিলিপস্ পরিচালিত ‘জোকার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। তিনি একজন ব্যর্থ ভাঁড়ের ব্যক্তিগত জীবন ফুটিয়ে তুলবেন এ সিনেমায়। ডি নিরো সিনেমাটিতে একটি ‘টক শো’র উপস্থাপকের ভূমিকায় অভিনয় করছেন। আর ম্যারনকে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশে অভিনয় করতে দেখা যাবে।
‘আমি মূলত ডি নিরোর শো’য়ের প্রযোজকের ভূমিকায় থাকবো। উদ্ভূত এক কঠিন পরিস্থিতি তাদের সঙ্গে সামলে নেওয়ার চেষ্টা করবো আমি,’ যোগ করেন ৫৫ বছর বয়সী কমেডি অভিনেতা মার্ক ম্যারন।
তিনি আরও জানান, এই সিনেমায় একজন মানুষের চারিত্রিক বিশ্লেষণ করা হয়েছে। এখানে দেখা যাবে, ভাঁড়ামো করা একজন ব্যর্থ মানুষ একসময় ‘ক্লাউন প্রিন্স অব ক্রাইম’ হিসেবে বদনাম অর্জন করেন।
পরিচালক টডের উদ্দেশ্য হলো, মানসিকভাবে অসুস্থ একজন মানুষের চরিত্র বিশ্লেষণ করে তার উৎস অনুসন্ধান করা। সে কেন মনস্তাত্বিকভাবে অসুস্থ হলো, একজন মানুষ হিসেবে এই পরিস্থিতিতে সে কীভাবে সংগ্রাম করে, আর কীভাবে তার নৈতিক অধঃপতন হলো।
**‘জোকার’ সিনেমার ট্রেলার
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এমকেআর/জেআইএম