এ মিজানের কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এর গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেন সৌমিত্র ঘোষ ইমন।
এই গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘গানের গল্প ধরে ভালো মানের ভিডিওর সংখ্যা খুব বেশি হয় না। সে বিবেচনায় ‘রঙিলা আকাশ’র ভিডিওটি বেশ ভালো হয়েছে। গান আর ভিডিও দুটোই ভালো হওয়াতে গানটি দর্শক-শ্রোতারা গ্রহণ করেছেন। ’
এর গল্পে দেখা যাবে, কঠিন অসুখে হাসপাতালে ভর্তি হয়েছেন মারিয়া। চিকিৎসক তার মনের মানুষ অন্তু করিমকে বলেছেন, তাকে বাঁচানোর সম্ভাবনা ক্ষীণ। স্বাভাবিক, প্রেমিকার জন্য মানসিকভাবে ভেঙে পড়েছেন অন্তু। এগোতে থাকে জীবন আর ভালোবাসার টানাপড়েনের গল্প।
মডেল-অভিনেতা অন্তু করিম বলেন, ‘গানের গল্পটাতে একটা ব্যাপার আছে। কাজটিও ভালো হয়েছে। কোটি ভিউ তারই প্রমাণ। ’
শুভ-নদীর এই গানটি ২০১৭ সালের ১৯ এপ্রিল সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।
ভিডিও: বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
ওএফবি