‘লাইফ অব পাই’ সিনেমার অস্কারজয়ী পরিচালক অ্যাং লি এবার ডি-এজিং প্রযুক্তিতে উইল স্মিথকে নিজের ক্লোনের মুখোমুখি করেছেন। যেখানে যমদূত হয়ে আসা নিজের ক্লোনের সঙ্গেই লড়তে দেখা যাবে এই অভিনেতাকে।
‘জেমিনি ম্যান’র নতুন ট্রেলার থেকে জানা যায়, এখানে কুখ্যাত গুপ্তঘাতক হেনরি চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ। তাকে হত্যা করতেই তার ক্লোন তৈরি করে সরকারি বাহিনী। ফলে নিজের চেয়ে ২৫ বছরের কম বয়সী নিজেরই স্বরূপের (ক্লোন) সঙ্গে লড়তে হয় হেনরিকে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ক্লাইভ ওভেন। তিনি থাকছেন হেনরির বিপক্ষে। যেখানে তিনিই হেনরির ক্লোন তৈরির নেতৃত্বে ছিলেন। হলিউডভিত্তিক একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, হেনরির সব শক্তি দিয়েই জুনিয়র হেনরিকে (ক্লোন) তৈরি করা হয়েছে। তবে হেনরির কষ্টগুলো জুনিয়র হেনরির মধ্যে দেওয়া হবে না। সিনেমাটিতে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য রয়েছে।
অ্যাং লি পরিচালিত ‘জেমিনি ম্যান’ সিনেমাটি চলতি বছরের ১১ অক্টোবর মুক্তি পাবে।
‘জেমিনি ম্যান’র নতুন ট্রেলার:
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৯
এমকেআর/