কঙ্গনার চিঠিতে স্বাক্ষরকারী ৬১ জন নাগরিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, পূর্বের চিঠির স্বাক্ষরকারীরা নকশালপন্থীদের ভয়াবহ তাণ্ডবলীলা বিষয়ে নীরব কেন? তারা রাজনৈতিক দূরভিসন্ধি নিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সাধারণ ঘটনার তকমা দিয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন বলেও অভিযোগ কঙ্গনাদের।
বাংলাদেশের মতো ভারতেও বেড়েছে গণপিটুনিতে মৃতের সংখ্যা।
এই ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়ে সর্বত্র। পিছিয়ে থাকেনি বলিউডও। ২৩ জুলাই পরিচালক মনি রত্নম, অনুরাগ কাশ্যপ, শ্যাম বেনেগাল, অপর্ণা সেনসহ ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীকে লিখিত চিঠি দিয়ে তাদের উৎকণ্ঠার কথা জানিয়েছেন। এর প্রেক্ষিতেই পাল্টা চিঠি দিলেন আরও ৬১ জন নাগরিক।
বলিউডের ৪৯ জনের লেখা চিঠিতে বলা হয়, ভারতে উগ্র ধর্মীয় বিদ্বেষ বেড়েছে। ধর্মীয় ভিন্নতা থেকে উদ্ভুত ঘৃণা ও অপরাধ বেড়ে যাচ্ছে। মুসলমান ও উপজাতিসহ সকল সংখ্যালঘুদের জন্য উদ্বেগ প্রকাশ করা হয় এই চিঠিতে। ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতেও সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন স্বাক্ষরকারীরা।
ওই চিঠির প্রেক্ষিতে শুক্রবার (২৬ জুলাই) মোদী সরকারকে পাল্টা চিঠিতে অভিযোগগুলো নাকচ করে দেন বলিউড তারকা ও বিশিষ্ট অধ্যাপকসহ ৬১ জন নাগরিক। তাদের বক্তব্য, ৪৯ জনের ওই চিঠির বক্তব্য ‘সার্বিকভাবে সত্য নয়’। বরং ওটা নাকি নিশ্চিতভাবেই রাজনৈতিক ও অসৎ উদ্দেশ্যপ্রণীত।
৬১ জনের চিঠিতে প্রশ্ন করা হয়েছে, উপজাতি ও প্রান্তিক জনগোষ্ঠী যখন নকশালপন্থীদের ভয়াবহ হামলায় শিকার হয়, তখন প্রথম চিঠি দাতারা নীরব ছিলেন কেন? কাশ্মীরে যখন বিচ্ছিন্নতাবাদীরা বিদ্যালয় পুড়িয়ে দেয় তখন তারা নীরব ছিলেন। ভারতকে যখন ‘টুকরো টুকরো’ করার হুমকি দেওয়া হয়, তখন তারা নীরব ছিলেন। যখন বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে দেশদ্রোহী শ্লোগান দেওয়া হয়, তখনও তারা নীরব ছিলেন কেন?
মোদী সরকারকে ৬১ জনের লেখা দ্বিতীয় চিঠিতে আরও বলা হয়েছে, ২৩ জুলাইয়ে প্রদত্ত ৪৯ জনের চিঠিতে ভারতের আন্তর্জাতিক মানদণ্ড ক্ষুণ্ণ করা হয়েছে। দেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে খাটো করা হয়েছে। কোটি ভারতবাসীর জাতীয়তাবোধ ও মানবিকতাকে অসম্মান করা হয়েছে। মোটের ওপর এটা একটা মিথ্যা বিবৃতি।
কঙ্গনার সঙ্গে এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গীতিকার প্রসূন যোশী, নৃত্যশিল্পী সোনাল মানসিং, সিনেমা নির্মাতা মধুর ভাণ্ডারকর ও বিবেক অগ্নিহোত্রী প্রমুখ। এছাড়া শান্তি নিকেতনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ও বিশিষ্ট ব্যক্তিও স্বাক্ষর করেছেন এই চিঠিতে। এদের মধ্যে রয়েছেন, বিশ্ব ভারতীর অধ্যাপক দেবাশীষ ভট্টাচার্য, অবাধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোজ দীক্ষিত, গবেষক অনির্বাণ গাঙ্গুলি, সাংবাদিক স্বপন দাশগুপ্ত ও অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এমকেআর/ওএফবি