ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেসিকা অ্যালবা’র টুইটার অ্যাকাউন্ট হ্যাকড!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
জেসিকা অ্যালবা’র টুইটার অ্যাকাউন্ট হ্যাকড! হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা। ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা’র কাছ থেকে ঘৃণা ও ধর্মীয় গোঁড়ামিমূলক বক্তব্য হয়তো কেউই কখনো আশা করেননি। অথচ তার টুইটার অ্যাকাউন্ট থেকেই একের পর এক বর্ণবাদী পোস্ট দেওয়া হয়। এ নিয়ে ভক্ত-অনুসারীরা চরমমাত্রায় বিস্মিত। সবার মনেই প্রশ্ন, জেসিকা হঠাৎ এমন নোংরা মানসিকতার লেখালেখি করেছেন কেন?

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী এবং দ্য অনেস্ট কোম্পানির প্রতিষ্ঠাতা জেসিকা অ্যালবা। তার টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ‘নাৎসি জার্মানি (দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়) কোনো ভুল করেনি।

গড’র নামে এটা ঠিকই ছিল। ’ আর এ পোস্ট দেখেই সবার চক্ষু চড়কগাছ।  

‘ফ্যান্টাস্টিক ৪’খ্যাত অভিনেত্রী জেসিকার অ্যাকাউন্টে কয়েকটি পোস্টে সমকামীদের প্রতি প্রচণ্ড ঘৃণা প্রকাশ করা হয়েছে। সেখানে সমকামীদের ‘প্রতিবন্ধী’ আখ্যা দিয়ে বলা হয়েছে, যদি কেউ সমকামীদের হত্যা করেন, তাহলে তিনি তাকে ৫০ হাজার ডলার দেবেন। ৯/১১ ঘটনার পেছনেও এইসব সমকামীরাই দায়ী। এমনকি ইনস্টাগ্রামে জেসিকার বন্ধুদেরও এ বিষয়ে সোচ্চার হতে আহ্বান করা হয়।
জেসিকা অ্যালবা

৩৮ বছর বয়সী একজন ভদ্রমহিলাকে অপদস্থ করতে তার মুখ থেকে এমন কথা বের করানো চাট্টেখানি কথা নয়। আর ঠিক এরকম একটা বিশ্রী পরিস্থিতির শিকার হলেন জেসিকা। ‘ডার্ক অ্যাঞ্জেল’ অভিনেত্রী এমনটা স্বপ্নেও ভাবেননি নিশ্চয়। তার টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছিল। সৌভাগ্যবশত বিতর্কিত পোস্টগুলো মুছে ফেলা সম্ভব হয়েছে।  

রোববারে (২৮ জুলাই) হ্যাকিংয়ের বিষয়টা নজরে এলে তাৎক্ষণিক পদক্ষেপ নেন জেসিকা। ততক্ষণে তা ছড়িয়ে গেছে টুইটারে। সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের শিকারও হয়েছেন তিনি। এরকম বাজে অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। তবে এখন পর্যন্ত নতুন কোনো পোস্ট বা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

জেসিকার সর্বশেষ সিনেমা মার্টিন ওভেন পরিচালিত ‘কিলার্স অ্যানোনিমাস’ চলতি বছরের জুনে মুক্তি পেয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।