‘জাবারিয়া জোড়ি’ সিনেমার একটি দৃশ্য
উত্তর ভারতের বিহারে এখনো বরকে তুলে নিয়ে বিয়ে করার রীতি প্রচলিত আছে। এরকম বাস্তব ঘটনার প্রেক্ষিতে নির্মিত সিনেমা ‘জাবারিয়া জোড়ি’। সিদ্ধার্থ মালহোত্রা ও পরিণীতি চোপড়া অভিনীত এই সিনেমাটি ২ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। তবে মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। ফলে এই জুটির রসায়ন দেখতে ভক্ত ও দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ‘জাবারিয়া জোড়ি’ সিনেমার কলা-কুশলীরা। দর্শকদের যত আগ্রহই থাকুক না কেন, তাদেরকে আরও এক সপ্তাহ বেশি অপেক্ষা করতে হবে।
কারণ বিশেষ বিবেচনায় সিনেমাটি মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে ৯ আগস্ট চূড়ান্ত করেছেন এর নির্মাতারা।
‘জাবারিয়া জোড়ি’ কথাটির অর্থ ‘জোরপূর্বক জুটি বাঁধা’। নামেই বোঝা যাচ্ছে রোমান্টিকতার সাথে বেশ মজাদার কাহিনীর সিনেমা হবে এটি। সিদ্ধার্থ ও পরিণীতির সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন, জাভেদ জাফরি, সঞ্জয় মিশ্র, অপরশক্তি খুরানাসহ আরও অনেকে।
‘জাবারিয়া জোড়ি’ সিনেমার ট্রেলার:
প্রশান্ত সিংহ পরিচালিত ‘জাবারিয়া জোড়ি’ সিনেমাটি প্রযোজনা করছেন শোভা কাপুর, একতা কাপুর ও শৈলেশ আর. সিংহ।
বাংলাদেশ সময়: ২০১৯, জুলাই ২৯, ২০১৯
এমকেআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।