তুলনামূলক অখ্যাত র্যাপশিল্পী মার্কাস গ্রের জন্য এটা নিঃসন্দেহে অনেক বড় একটি জয়। ফ্লেম নামে পরিচিত মার্কাস গ্রে পাঁচ বছর ধরে এই মামলাটি চালিয়ে এসেছেন।
মামলার শুনানির সময় কেটি পেরি জানান, মার্কাস গ্রের ‘জয়ফুল নয়েজ’ গানটি তিনি ‘ডার্ক হাউস’ গানটির রেকর্ডিংয়ের আগে কখনো শোনেননি। এমনকি তার প্রযোজক লুক, ম্যাক্স পার্টিন বা সার্কুটও এই গান সম্পর্কে অবহিত ছিলেন না।
মার্কাসের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, কাউকে শাস্তি দেওয়া তাদের ইচ্ছা ছিল না। মার্কাস ন্যায়বিচার চেয়েছিলেন। আর সেটা পেলেনও। কিন্তু হাল ছাড়ছেন না কেটি পেরি। তার আইনজীবী এ মামলায় আপিল করবেন বলে জানা গেছে।
আদালতের রায় অনুযায়ী, পেরিকে ৫ লাখ ৫০ হাজার ডলার জরিমানা গুণতে হবে। তবে ক্যাপিটল রেকর্ডসকেই বেশি পরিমাণ দিতে হবে, আর সেটা ১২ লাখ ডলার।
কেটি পেরি’র জনপ্রিয় ‘ডার্ক হর্স’ মিউজিক ভিডিও:
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমকেআর