‘খানদানি শফাখানা’ সিনেমার পোস্টারে সোনাক্ষী সিনহা
একজন পাঞ্জাবী নারী ববিতা বেদী। একটি পারিবারিক সেক্স ক্লিনিক বা ফার্টিলিটি সেন্টার ‘খানদানি শফাখানা’ পরিচালনা করেন তিনি। ভারতীয় উপমহাদেশের রক্ষণশীল সমাজের বিরূপ পরিস্থিতিতে এরকম একটি চিকিৎসাকেন্দ্রকে ঘিরেই আবর্তিত হয়েছে ‘খানদানি শফাখানা’ সিনেমার হাস্যরসাত্মক কাহিনী। শুক্রবার (০২ আগস্ট) ভারতে মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহা অভিনীত এই কমেডি-ড্রামা।
‘খানদানি শফাখানা’র সঙ্গে একই দিনে ভারতজুড়ে মুক্তি পেয়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস: হবস অ্যান্ড শ’। প্রথম দিনেই সিনেমাটি আয় করেছে ১১ কোটি রুপি।
আয়ের হিসেবে এযাবৎকালে ভারতে মুক্তিপ্রাপ্ত ষষ্ঠ সেরা হলিউড সিনেমা এটি। দর্শকরা ভিড় জমিয়েছে অ্যাকশন-কমেডি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দেখতে। ফলে খানদানি শফাখানায় মানুষের আনাগোনা তেমন হয়নি।
‘খানদানি শফাখানা’ মুক্তির প্রথম দিনে হিট হতে পারেনি। দর্শকরা সোনাক্ষীর অভিনয়ের প্রশংসা করলেও আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে সিনেমাটি হিট হবে বলে মনে করছেন না সমালোচকরা।
এই সিনেমার মাধ্যমে সিনেমা পরিচালনায় অভিষেক করলেন শিল্পী দাশগুপ্ত। এর কাহিনী লিখেছেন গৌতম মেহরা। সোনাক্ষী সিনহার সঙ্গে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, আন্নু কাপুর ও বাদশাহ। র্যাপ তারকা বাদশাহ এই সিনেমার মাধ্যমে অভিনয়ে পদার্পণ করেছেন।
‘খানদানি শফাখানা’ সিনেমার ট্রেলার:
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এমকেআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।