বুধবার (৭ আগস্ট) রাতে রাজধানীর ঢাকা ক্লাবে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন।
সমিতির ২০১৯-২০২১ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন- খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক শাসমুল আলম।
শপথ গ্রহণ শেষে খোরশেদ আলম খসরু বলেন, সবাইকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের এ খারাপ সময় আমরা মোকাবিলা করবো। আমার বিশ্বাস সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে চলচ্চিত্রের সুদিন ফিরবে। সবার কাছে আমিসহ সমিতির নতুন কমিটির জন্য দোয়া চাই।
এবার সমিতির নতুন সহ-সভাপতি হয়েছেন- কামাল কিবরিয়া লিপু, সহ-সভাপতি মো. শহীদুল আলম, সহকারী সাধারণ সম্পাদক মো. ইকবাল ও মো. আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সিদ্দিকী মনির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোর্শেদ খান হিমেল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে ইলা জাহান নদী নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদে রয়েছেন- এম এন ইস্পাহানি, রশিদুল আমিন হলি, জাহিদ হোসেন, এ. জে. রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামিন হক ববি, অপূর্ব রানা, নাদির খান, ইকবাল হোসেন জয় ও ড্যানি সিডাক।
নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহণ করার পর চলচ্চিত্র সংশ্লিষ্ট বহু সংগঠনের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
জেআইএম/আরআইএস/