ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রূপঙ্করের কণ্ঠে ‘যে তোমার অহংকারে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
রূপঙ্করের কণ্ঠে ‘যে তোমার অহংকারে’ রূপঙ্কর বাগচী

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। দুই বাংলাতেই সমানতালে কাজ করছেন পশ্চিবঙ্গের গুণী এই শিল্পী।

তারই ধারাবাহিকতায় ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পাচ্ছে রূপঙ্কর বাগচীর কণ্ঠের একটি গান। গানের শিরোনাম ‘যে তোমার অহংকারে’।

মারুফ হাসান’র কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার বিজন টিনটিন।

যে তোমার অহংকারে/সূর্য-তারা পড়লো ঝরে/সে তুমি কেমন করে/বাঁচবে বলো অন্ধকারে/যে নদী পথ হারালো/হারালো কুল-কিনারা/সে নদী ডাকলে কাছে/কেনো তুমি দাওগো সাড়া- এমন কথার গানটি রূপঙ্কর বাগচীর কণ্ঠে তুলতে পেরে বেশ উচ্ছ্বসিত গীতিকবি মারুফ হাসান।

রূপঙ্কর বাগচীতিনি বাংলানিউজকে বলেন, ‘রূপঙ্কর’দা গুণী শিল্পী। তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তিও বটে। কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে গানটিও বেশ ভালো হয়েছে। আশা করছি, গানটি শ্রোতাদের হৃদয়েও মুগ্ধতা ছড়াবে। ’

সময় চূড়ান্ত না হলেও ঈদ আয়োজনে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে ‘যে তোমার অহংকারে’ প্রকাশ পাবে বলে গীতিকবি মারুফ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।