ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিশন মঙ্গল: প্রথম দিনের আয় ২৯ কোটি রুপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
মিশন মঙ্গল: প্রথম দিনের আয় ২৯ কোটি রুপি

ভারতের মঙ্গল গ্রহ জয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মিশন মঙ্গল’। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ৩ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে।

মুক্তির প্রথম দিনে ‘মিশন মঙ্গল’ আয় করেছে ২৯ কোটি ১৬ লাখ রুপি। বলিউডের বাণিজ্যিক বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইটারে এ তথ্য জানিয়েছেন।

এটি অক্ষয় অভিনীত সিনেমার প্রথম দিনের সর্বোচ্চ আয়।

জগণ শক্তি পরিচালিত ‘মিশন মঙ্গল’ সিনেমায় মঙ্গলের মাটিতে ভারতের পা রাখার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা নারী বিজ্ঞানীদের পরিশ্রম-সাধনার কাহিনী তুলে ধরা হয়েছে।  

সিনেমাটিতে ইন্ডিয়ান স্পেস এবং রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) প্রজেক্ট ডিরেক্টরের পদে অক্ষয় কুমার অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি ও নিত্যা মেনন।

মঙ্গল অভিযানের বিষয়ের উপর তৈরি এটি বলিউডের প্রথম স্পেস ফিল্ম।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।