ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক দশক বিরতির পর গানে ফিরলেন লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
এক দশক বিরতির পর গানে ফিরলেন লিন্ডসে লোহান এক দশক আগের লিন্ডসে লোহান

গেল জুনেই জানা গিয়েছিল, লিন্ডসে লোহান দীর্ঘ এক দশকেরও বেশি সময় বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন। এজন্য তিনি ক্যাসাব্লাঙ্কা রেকর্ডসের সঙ্গে চুক্তিও করে ফেলেছেন। লোহানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার পর এবার নতুন গানের চমক নিয়ে হাজির হয়েছেন ‘মিন গার্লস’খ্যাত এই তারকা।

মাদকাসক্তিসহ অনেক ব্যক্তিগত সংকট কাটিয়ে লিন্ডসে আবারও ফিরছেন তার বর্ণিল ক্যারিয়ারে। এ সপ্তাহের শুরুতেই ভার্জিন রেডিও দুবাই’র ‘দ্য ক্রিস ফেড শো’তে লোহান তার নতুন গান ‘জ্যানাক্স’র একটুখানি চমক প্রকাশ করেছেন।

লোহান অঙ্গীকার করে জানান, পুরো গানটিই প্রকাশিত হবে খুব শিগগিরই।  

‘ওয়াচ হোয়াট হ্যাপেন্স লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ অনুষ্ঠানে লিন্ডসে লোহান

ক্যাসাব্লাঙ্কার সঙ্গে তিনি মূলত চুক্তিবদ্ধ হয়েছিলেন ২০০৪ সালেই। তখন তার বয়স ছিল মাত্র ১৮ বছর। সেসময়েই তার হিট গান ‘রিউমার্স’ নিয়ে অ্যালবাম ‘স্পিক’ প্রকাশিত হয়েছিল। এই গানটির জন্য তিনি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড মনোনয়ন পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।