ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাসপাতালে জহির রায়হানপুত্র বিপুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
হাসপাতালে জহির রায়হানপুত্র বিপুল বিপুল রায়হান

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাট্যকার-নির্মাতা বিপুল রায়হান। শহীদ বুদ্ধিজীবী, নন্দিত কথাসাহিত্যিক ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের বড় ছেলে তিনি। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গুরুতর অবস্থায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাপাতালে ভর্তি করা হয় তাকে। বাবার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিপুল রায়হানের মেয়ে ভাষা রায়হান।

সেখানে তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে বাবার অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকের পরামর্শে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে বাবাকে। ’

এর আগে ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বিপুল রায়হান। ওই সময় তার চিকিৎসা সহায়তার জন্য ১০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিপুল রায়হান তার নির্মাণ ক্যারিয়ারে ৫০টির মতো নাটক নির্মাণ করেছেন। এছাড়া ‘দেয়াল’ ও ‘জাগে আমার প্রাণ’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।