ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইরফান খানের ‘আংরেজি মিডিয়াম’ আসছে ২০২০ সালের মার্চে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
ইরফান খানের ‘আংরেজি মিডিয়াম’ আসছে ২০২০ সালের মার্চে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিংয়ের ফাঁকে ইরফান খান ও হোমি অ্যাডাজানিয়া।

বলিউড অভিনেতা ইরফান খান অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পেতে যাচ্ছে ২০২০ সালের ২০ মার্চ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিনেমাটির প্রযোজক দিনেশ ভাইজান বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তার আরেকটি সিনেমা ‘রোহি আফজা’ মুক্তি পাবে একই বছর ১৭ এপ্রিল।

শুরুতে ইরফান খান অসুস্থ থাকায় ‘আংরেজি মিডিয়াম’ সিনেমা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সুস্থ হয়ে কাজে ফিরে সিনেমাটির শুটিং প্রায় শেষ করে ফেলেছেন নন্দিত এই তারকা।

এটি পরিচালনা করছেন হোমি অ্যাডাজানিয়া।

১৯৯০ সালের মজার একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আংরেজি মিডিয়াম’। সিনেমাটিতে মিষ্টি ব্যবসায়ী চম্পকজির চরিত্রে ইরফান খানকে দেখা যাবে। এতে অভিনেত্রী রাধিকা মাদান তার মেয়ের চরিত্রে অভিনয় করছেন। আর ইরফানের বিপরীতে রয়েছেন কারিনা কাপুর খান।  তাকে দেখা যাবে পুলিশের চরিত্রে।

‘আংরেজি মিডিয়াম’ ২০১৭ সালের সুপারহিট সিনেমা ‘হিন্দি মিডিয়াম’র সিক্যুয়েল।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।